নেত্রকোণার কেন্দুয়ায় শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টম্বর) বিকাল ৩টায় কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম, কেন্দুয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল কুমার সরকার প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে স্থানীয় এমপি অসীম কুমার বলেন, আসন্ন দুর্গাপূজায় বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে। জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিকসহ সবাইকে সর্তক থাকার আহ্বান জানান। ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান ও মেম্বারদেরকে অবগত করে বলেন, আপনারা যদি কোন ধরনের অসঙ্গতি কর্মকাণ্ড দেখেন তাহলে প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেন।
আরো উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, মো. তাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, কেন্দুয়া উপজেলা বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবন্দসহ সুধীজন।
বাবু/জাহিদ