ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পাঁচটি ইউনিয়নের খেলোয়াড়দের নিয়ে নসরুল হামিদ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার কোন্ডা ইউনিয়নের জাজিরা উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট শুরু হয়। ২১দিন ব্যাপি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের সফলতা কামনা করা হয়।
উদ্বোধনী খেলায় কোন্ডা ইউনিয়ন একাদশ ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে শুভাঢ্যা ইউনিয়ন একাদশকে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুনামেন্টের ফাইনাল খেলা হবে আগামী ১৪ অক্টোবর।
এ সময় শুভাঢ্যা চেয়ারম্যান ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, কোন্ডা ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুকসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, কেরানীগঞ্জে সব চাইতে বেশি অগ্রাধিকার পাবে খেলোয়াড়রা, আর এখান থেকেই তৈরি হবে জাতীয় দলের সব ধরনের খেলোয়াড়। তাই কেরানীগঞ্জের সব মাঠগুলোকে খেলার উপযোগী করে তৈরি করা হচ্ছে।
-বাবু/এ.এস