আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এবছর ১৫১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা।
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষে রোববার (২৫সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার ৮২টি পূজা মন্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম (বার)।
কেরানীগঞ্জ (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিপেন বর্মন, তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কলাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহের আলী, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নূর আলম, অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ ) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বিরা হাবিবা খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবদুল্লাহ হিল ক্বাফী।
কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, কেরানীগঞ্জ মডেল থানা শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সরকার সহ কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
মত বিনিময় সভায় পূজামন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা লাগানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
-বাবু/এ.এস