সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ওয়ার্ড যুবদলের পূর্ণাঙ্গ কমিটি
মহিলা বিষয়ক সম্পাদক পুরুষ!
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৩ PM
একেক করে যুবদলের তিনটি কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক পদে পুরুষের নাম রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালীতে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। 

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন শুরু করে ইউনিয়ন যুবদল। এরই ধারাবাহিকতায় চলতি মাসে রাঙ্গাবালী সদর উত্তর, সদর দক্ষিণ, ছোটবাইশদিয়া, বড়বাইশদিয়া ও মৌডুবি ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করা হয়। 

তবে এরমধ্যে ছোটবাইশদিয়া ইউনিয়নের ২, ৩ ও ৫ নম্বর ওয়ার্ড কমিটি অনুমোদনের পর সমালোচনার মুখে পড়ে স্থানীয় যুবদল। কারণ, এ তিনটি কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদকের পদে পুরুষের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গেছে, ওই তিনটি ওয়ার্ডের কমিটি ২২ সেপ্টেম্বর অনুমোদন করা হলেও আত্মপ্রকাশ পায় রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে। ছোটবাইশদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাহাউদ্দীন হাওলাদার ও সদস্য সচিব রাকিব হাওলাদারের স্বাক্ষরে পৃথকভাবে এ তিন কমিটি অনুমোদন দেওয়া হয়।  

এ কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনুমোদিত কমিটিতে দেখা যায়, মহিলা বিষয়ক সম্পাদক পদে ছোটবাইশদিয়া ২ নম্বর ওয়ার্ড কমিটিতে ইলিয়াস খান, ৩ নম্বর ওয়ার্ড কমিটিতে জুলহাস প্যাদা ও ৫ নম্বর ওয়ার্ডে বশির মোল্লাকে রাখা হয়। জানতে চাইলে এ প্রসঙ্গে ছোটবাইশদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাহাউদ্দীন হাওলাদার বলেন, ‘মূলত কম্পিউটারে প্রিন্ট করার সময়ে ভুল হয়েছে। স্বাক্ষর করার সময় তারাহুরো করতে গিয়ে দেখা হয়নি। আমি ফেসবুক থেকে সরিয়ে দিয়েছি। এখন সংশোধন করে দিচ্ছি।’ 

এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন মীর বলেন, ‘ওয়ার্ড কমিটি গঠন করেছে ইউনিয়ন কমিটি। বিষয়টি আমার জানা নেই। মহিলা বিষয়ক সম্পাদকের পদে পুরুষ রাখার কোন সুযোগ নেই। এটা তারা কেন কিভাবে রেখেছে তা আমি বলতে পারছি না।’  

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত