নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।
নির্বাচনের তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল পেয়েছেন আনারস প্রতীক। অন্য এক স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সাইফ খান জ্যোতি (আওয়ামী লীগের বিদ্রোহী) ঘোড়া, জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসমা সুলতানা আশরাফ পেয়েছেন প্রজাপতি প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এছাড়া নেত্রকোণা জেলা পরিষদের দশটি সাধারণ ওয়ার্ডের ৩৫ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনের ১২ জন প্রার্থীর মধ্যেও বিভিন্ন প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।
প্রতীক বরাদ্দ পাবার পর চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা পোস্টার ছাপিয়ে প্রচার শুরু করবেন। তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রার্থীর পোস্টার পোস্ট করে সমর্থন চেয়ে শুরু করেছেন। আগামী ১৭ অক্টোবর সারাদেশের ন্যায় নেত্রকোণা জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাবু/জাহিদ