শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
কমলগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতি
আলমগীর হোসেন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৮:২৭ PM
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে আবারো ডাকাতি। লাউয়াছড়া বনের ভিতর শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সড়কে আবারো ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাত দল। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত প্১১:৩০ মিনিটে  লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের মুজিবের টিলা নামক স্থানে, সড়কে গাছ ফেলে গাড়ি থামিয়ে ডাকাতি করা হয়েছে।

বিগত ১৬ জুন কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) চা বাগানের বেলতলী নামক এলাকায় এবং ১৯ জুলাই শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের মুজিবের টিলা নামক স্থানে ১৭/১৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল সড়কে গাছ ফেলে সিএনজি, মাইক্রোবাস, মোটরবাইক থামিয়ে নগদ টাকাসহ মালামাল ডাকাতি করে। সেই ঘটনায় সম্পৃক্ত কোন ডাকাতকে আটক করতে পারেনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানা পুলিশ। গত রবিবার (২৫ সেপ্টেম্বর) একই স্থানে একই কায়দায় সংঘবদ্ধ ডাকাত দল শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে গাছ ফেলে ডাকাতি করে। 

বিষয়টি নিয়ে আগত পর্যটক, চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ডাকাতির শিকার কয়েকজনের সাথে আলাপকালে বলেন সংঘবদ্ধ ডাকাত দলের মধ্যে কেউ হাফ প্যান্ট ও খালি শরীরে ছিলেন, তবে ডাকাত দলের একজন ছাড়া বাকী সবার মুখে মাস্ক পড়া ছিলো বলে জানান। মাস্ক ছাড়া ঐ ব্যাক্তি লম্বা ও শ্যামলা চেহারা অধিকারী ছিলেন বলে এক যাত্রী জানান।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ডাকাতির হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতি হওয়ার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে, এবং যাত্রী ও চালকরা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে যাতায়াত করতে পারেন সেজন্য শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে পুলিশের টহল জোরদার বাড়ানো হয়েছে।

বাবু/জাহিদ

 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত