শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
মেহেরপুরে সড়কে গাছ ফেলে রাতভর ডাকাতি, ডাকাতির কবলে পুলিশ ও সাংবাদিক
মিনারুল ইসলাম, মেহেরপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৯ PM
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে গাছ ফেলে রাতভর ডাকাতি করেছে একটি ডাকাত দল। এসময় ওই সড়ক দিয়ে চলাচলকারী ৭টি মোটরসাইকেল, ১টি ট্রাক ও ১টি মাইক্রোবাস ঠেকিয়ে চালক ও যাত্রীদের কাছ থেকে প্রায় ২ লাখ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাত দল।

শনিবার দিবাগত রাত ১১ টা থেকে ২টা পর্যন্ত ডাকাতি করে। ৮/১০ জনের ওই ডাকাত দলটি অস্ত্রের মুখে জিম্মি করে পুলিশ, সাংবাদিকসহ ২০ জনের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। ডাকাতের কবলে পড়ে বিডিলাইভ টুয়েন্টি ফোর ডট কমের মেহেরপুর জেলা প্রতিনিধি জাহিদ মাহমুদ, পুলিশের এএসআই সোহেল।

খবর পেয়ে ন্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্য ঘটনাস্থল পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

গাংনী থানা সূত্র জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে ডাকাতদল মাঠ দিয়ে পালিয়ে যায়। ডাকাতদলের সদস্যদের আটক করতে পুলিশ রাত থেকেই মাঠে নেমেছে। তাদের সনাক্তের কাজ চলছে। আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত