মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ ৭ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
কলমাকান্দায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
রীনা হায়াৎ, কলমাকান্দা (নেত্রকোণা)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৩:০১ PM আপডেট: ২৭.০৯.২০২২ ৩:০৬ PM
নেত্রকোণার কলমাকান্দায় আজিজুর রহমানের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের শালিকাবাম এলাকায় এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। 

সভায় বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৫ শতাধিক লোকজন অংশ নেন। সভা শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেন। এ নিয়ে গত ১৫ সেপ্টেম্বর এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ওই এলাকার ছয় শতাধিক লোকজনের স্বাক্ষরিত একটি অভিযোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে দাখিল করেন।

জানা গেছে, উপজেলার রংছাতি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আজিজুর রহমানকে (৪৫) আসামি করে ওই ওয়ার্ডের এক নারী (৩০) গত ৬ সেপ্টেম্বর জেলা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সোমবার রাতে আদালতের আদেশে মামলাটি কলমাকান্দা থানায় নথিভুক্ত হয়। এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, সাবেক ইউপি সদস্য মো. শামছু মিয়া, ৩নং ওয়ার্ড যুব লীগের সভাপতি মো. আনিসুর রহমানসহ আরো অনেকেই।  এ সময় তারা বলেন, ওই নারীর দায়েরকৃত ধর্ষণ মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর আগেও তিনি এলাকার বিভিন্ন লোকজনের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করেছন। এই নারীর কাজই শুধু মিথ্যা প্রতারনা করে অভিযোগ দায়ের করে আর্থিক ফায়দা নেয়া। তারা ইউপি সদস্য আজিজুর রহমানের নামে দায়েরকৃত এই মিথ্যা মামলাটি প্রত্যাহার করে ওই নারীসহ কুচক্রি মহলটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে আজিজুর রহমান জানান, এই মহিলা ও তার পরিবারের লোকজন এই ধর্ষণ মামলার আগেও আমাকে বিভিন্ন মামলায় অহেতুক আসামি করেছে। সম্প্রতি আদালতে ধর্ষণের অভিযোগ এনে যে মামলাটি করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং ওই নারীসহ তার লোকজনদের আইনের আওতায় আনার জন্য বিজ্ঞ আদালতের কাছে আবেদন জানাচ্ছি। আশা করছি আদালতে ন্যায় বিচার পাব। মামলার বাদী ওই নারীর বাবা বলেন, এ ঘটনার সত্যতা রয়েছে বলেই আমার মেয়ে জেলা আদালতে আজিজুর রহমানের নামে ধর্ষণ মামলাটি দায়ের করেছেন। 

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত