বুধবার ২৩ জুলাই ২০২৫ ৮ শ্রাবণ ১৪৩২
বুধবার ২৩ জুলাই ২০২৫
কালীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‌্যালি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৩:২৫ PM
‘পর্যটনে নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যে সামনে রেখে গাজীপুরে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম শোভন, কৃষি কর্মকর্তা কৃষিবীদ ফারজানা তাসলিম, মৎস্য কর্মকর্তা সাদিয়া রহমান, মাধ্যমিত শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, প্রথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্ত জহির উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া কথা বলেন। এছাড়াও জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হচ্ছে বলেন জানান বক্তারা।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত