রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
সাভারে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন সাগর, সাভার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:২০ PM
সাভার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব।

এ সময় সাভার উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই সভায় সনাতন ধর্মালম্বিদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে ঢাকা-১৯ আসনের এমপি এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা  আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব। আইন-শৃঙ্খলা বাহিনীকে পূজা চলাকালিন সময়ে কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা যেনো না ঘটে, সে বিষয়ে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে সাভার উপজেলার প্রত্যেকটি মন্দিরে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে । এছাড়া ও মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থা এবং হকার পূর্নবাসনের বিষয়ে আলোচনা করা হয়। তার পাশাপাশি মাদক,কিশোর গ্যাং, চাদাবাজি, ভূমিদস্যুতা নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনী কে জিরো টলারেন্সে ভূমিকা রাখার নির্দেশ প্রদান করা হয় এই সভা থেকে।

এ সময় আরো  উপস্থিত ছিলেন,সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা,সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম,সাভার উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, আশুলিয় ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর, আমিন বাজার ইউপি চেয়ারম্যান ও আমিন বাজার ইউনিয়ন আ.লীগের সভাপতি রকিব আহম্মেদ,বনগাঁও ইউপি চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম,সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি প্রমুখ। 

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত