বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
টেকনাফে অজ্ঞাত দু'জনের লাশ উদ্ধার
সাইফুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৮ PM আপডেট: ২৭.০৯.২০২২ ৪:৪২ PM
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে অজ্ঞাত দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ। মঙ্গলবার রাত ও  সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ মডেল থানার (ওসি) মো. হাফিজুর রহমান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দু'লাশের নাম-পরিচয় জানাতে পারেননি। 

তিনি বলেন, উপজেলার সাবরাং ইউপির ও পৌর সভার জালিয়া পাড়াস্থ জেটি ঘাট এলাকা থেকে লাশ দু'টি উদ্ধার করা হয়। বর্তমানে লাশ দুইটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশ সনাক্তের কাজ চলছে। উল্লেখ যে, গেল এ সপ্তাহের ব্যবধানে নাফ নদী থেকে পাঁচ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত