শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
ডোমারে দুই পলাতক আসামি গ্রেফতার
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৩ PM আপডেট: ২৭.০৯.২০২২ ৫:৩৬ PM
নীলফামারীর ডোমার উপজেলার পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে তাদেরকে রংপুরের পৃথক স্থান হতে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, চিলাহাটি এলাকার বাসিন্দা পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি মাসুম রানা লাবু (৪৫), ও  ভোগডাবুড়ী ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী সাদ্দাম হোসেন (৩৮)।

ডোমার থানা সূত্রে জানা গেছে, মাসুম রানা লাবু ২৬৮৮/১৮ ধারা এন আই এ্যাক্ট -১৩৮ এ পাঁচ মাসের ও সাদ্দাম হোসেন পারিডিং ১/২১ এ তিন মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি। আদালতের রায়ের পর হতে তারা পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর শহর হতে এসআই হামিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উন নবী জানান, মামলার রায় হওয়ার পর হতে তারা পলাতক রয়েছে। বুধবার ভোরে তাদের রংপুর হতে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত