সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ৪৮৫টি ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল করিম সেখ (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজার পশ্চিম গোল চত্বরে এ তল্লাশি অভিযান চালানো হয়।
আটক রেজাউল করিম সেখ গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে সেতুর টোলপ্লাজার পশ্চিমে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়।
এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি বাসে তল্লাশি করা হলে ইয়াবা ট্যবলেটসহ রেজাউল করিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই হাজার ৪৮৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
-বাবু/এ.এস