মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
গলাচিপায় ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৯:০৪ PM আপডেট: ০১.১০.২০২২ ৯:০৯ PM
পটুয়াখালীর গলাচিপায় ইসলামিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শহরের শেরেবাংলা রোডে অবস্থিত এ ক্লিনিকের উদ্বোধন করেন, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।

ক্লিনিকের পরিচালক ডা. নাঈমা কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মু. শাহ আলম, ডা. আব্দুল খালেক ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়। এছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত