বগুড়ার শাজাহানপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ৯টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় ফারহান ফিলিং স্টেশন সামনে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বগুড়া থেকে ঢাকাগামী আর কে ট্রাভেলস পরিবহনের একটি বাসের সাথে বিপরীত মুখি বগুড়াগামী খালেক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আর কে ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দুই বাসের চালকসহ ২০ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ভর্তি করে দেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় ওমর ফারুক (৩০) নামে একজন যাত্রী মারা যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ওমর ফারুক বগুড়ার শেরপুর উপজেলার সরো গ্রামের জামাল হোসেনের ছেলে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন সরকার বলেন, দুর্ঘটনা কবলিত বাস দুইটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
বাবু/জাহিদ