ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ইকুরিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা মূল্যের ১৬০ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক চোরাকারবারিকে হাতেনাতে আটক করেছে র্যাব-১০।
আটককৃতরা হলেন, মো. তানজিল (২৮), মো. আল আমিন মল্লিক (২৯), সঞ্জয় ধর (৩৮), মো. শাকিল (৪০) ও মো. তানভীর সিদ্দিক বাধন (৩৪)।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার এএসপি এনায়েত কবির সোয়েব। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে ১৬ লাখ টাকা মূল্যের ১ হাজার ১০৬ পুরিয়া হেরোইনসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
বাবু/জাহিদ