বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
গৌরীপুরে বিরল প্রজাতির প্রাণি উদ্ধার
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৫:১৩ PM
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৮ অক্টোবর) ভোরে সহনাটি ইউনিয়নের গিধাউষা গ্রামে মো. সিরাজ মিয়ার বাড়ীর পাশে কচু ক্ষেত থেকে একটি সজারু প্রজাতির প্রাণি কচু ক্ষেত নষ্ট করার কারণে আটক করে এলাকাবাসী।

পরবর্তীতে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে, তিনি দ্রুত বন বিভাগের সাথে যোগাযোগ করে তাদের ঘটনা স্থলে পাঠান। উদ্ধারকৃত প্রাণিটি উপজেলা আনা হলে ইউএনও হাসান মারুফ বন্য প্রাণি সংরক্ষণ বিভাগের প্রতিনিধির কাছে তা হস্তান্তর করেন। 

ইউএনও জানান, এটি নিরীহ প্রজাতির বিরল প্রাণি। এলাকাবাসী তাদের কচু ক্ষেত বাঁচাতে হয়ত আটক করে থাকতে পারে। প্রাণিটিকে প্রাথমিক সেবা দিয়ে পরবর্তীতে তাকে যে কোন অভয়ারণ্যে ছাড়ার ব্যবস্থা নিবেন বন্য প্রাণি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাগণ। 

সচেতন এলাকাবাসী জানান আমরা প্রাণিটিকে দেখার সাথে সাথে ইউএনও মহোদয়কে জানালে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত