বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
ভূঞাপুরে মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৬:৪১ PM
৮ অক্টোবর ভূঞাপুরে মুক্ত দিবস, ৭১ এর এই দিনে কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার খন্দকার হাবিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ভূঞাপুরকে হানাদার মুক্ত করতে চারদিক থেকে একযোগে আক্রমণ করে।

মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে হানাদার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে ১০৮ জন রাজাকার। উদ্ধার করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এ দিনটি উপজেলাবাসীর কাছে যেমন আনন্দ ও গর্বের, তেমনি বেদনারও। ওই দিন সম্মুখ যুদ্ধে শহীদ হন উপজেলার পৌর এলাকার ছাব্বিশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল কদ্দুস ও ঘাটাইল উপজেলার খায়ের পাড়া গ্রামের আব্দুস ছালাম।

এ উপলক্ষে ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের উদ্যোগে পৌর শহরের স্বাধীনতা কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্মিত শহীদ আব্দুল কদ্দুসের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সভাপতি শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা খোদাবক্স মিয়া, বীর মুক্তিযোদ্ধা সামাদ গামা, অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, ক্রীড়া সংগঠক শাহজাহান মিয়া ও মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মামুন তরফদার প্রমুখ।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত