শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
টেকনাফে বিপুল পরিমান মাদকসহ আটক ২
সাইফুল ইসলাম, টেকনাফ
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৮:০৮ PM আপডেট: ০৮.১০.২০২২ ৮:১৪ PM
কক্সবাজারে টেকনাফ বিজিবি পৃথক অভিযানে সাড়ে ১৩ কোটি টাকার ২.১২০ কেজি ক্রিস্টাল মেথ আইস, এবং ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। শনিবার (৮ অক্টোবর) রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ খারাংখালী বিওপি’র একটি সীমান্ত সুরক্ষা টহলদল এ আইস ও ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, টহলদল দুইজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে এবং তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় তাদের চ্যালেঞ্জ করে দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। উক্ত ব্যক্তিগণ বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারের সুযোগে সাঁতার দিয়ে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। টহলদল বর্ণিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে।

উদ্ধারকৃত ব্যাগের ভেতর হতে ২.১২০ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্যে ১১,৫০,০০,০০০ টাকা(এগারো কোটি পঞ্চাশ লাখ) টাকা। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় রাত তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোন ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারীদের শনাক্ত করাও সম্ভব হয়নি। চোরাকারবারীদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

অপরদিকে, শনিবার আনুমানিক সকাল ৫টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত তল্লাশী কার্যক্রম পরিচালনাকালীন সময় একটি ইজিবাইক চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্য কর্তৃক তল্লাশীর জন্য থামার সংকেত দিলে ইজিবাইকের চালক সংকেত অমান্য করে দ্রুত সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। কর্তব্যরত টহলদল ইজিবাইকটিকে ধাওয়া করলে এক পর্যায়ে চলন্ত অবস্থায় চালক ইজিবাইক থেকে লাফ দিয়ে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায় এবং ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে ধান ক্ষেতে নেমে পড়ে।

টহলদল ওই স্থানে পৌঁছে ইজিবাইকে তল্লাশী অভিযান পরিচালনা করে সীটের নীচ হতে একটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদক বহনের দায়ে বর্ণিত ইজিবাইকটিও জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য এবং ইজিবাইকের বাজারমূল্যে (এক কোটি একান্ন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। এই ঘটনায়ও কোন চোরাকারবারীদের শনাক্ত করাও সম্ভব হয়নি। চোরাকারবারীকে শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ ছাড়া সেন্টমার্টিন দ্বীপের কোস্ট গার্ড বাহিনী পৃথক অভিযানে ছেঁড়াদ্বীপ থেকে ২১ হাজার ইয়াবা সহ ২ জনকে আটক করেছে। 

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত