সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৮:০৩ PM
চাঁদপুরে মেঘনায় গোসল করতে নেমে নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন, চাঁদপুর শহরের হাজী মহসিন রোড এলাকার আলমগীর কবিরের ছেলে মুকীত আলীম (১৭) ও তালতলা কাজী বাড়ির জাকির হোসেন টিটুর ছেলে মো. আব্দুল্লাহ গাজী (১৭)।

চাঁদপুর সদর নৌ-থানার উপ-পরিদর্শক বেলাল জানান, সকাল সাড়ে দশটায় তারা সাত বন্ধু মিলে একত্রে নদীতে গোসল করতে নামে। এ সময় জোয়ারে নদীতে পানি বৃদ্ধি পায় এবং দুইজন তাদের ভারসাম্য রাখতে না পেরে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধারের চেষ্টা করে এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চাঁদপুর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মৃতদের আবেদনের প্রেক্ষিতে ও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম জানান, তারা নদীতে ডোবার খবর পেয়ে আমাদের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত