ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্টিত হয়েছে। বৃহষ্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।পরে উপজেলা মাঠে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মী ও সাংবাদিকেরা অংশ নেয়। র্যালি শেষে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এসময় চটের বস্তা চাপা দিয়ে আগুন নেভানো এবং অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানো দেখায়। এছাড়াও গ্যাসের বোতলের মুখে আগুন লাগিয়ে হাত দিয়ে সহজে আগুন নেভানোর কৌশল দেখানো হয়।
আলোচনা সভায় উপজেলার প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ, সমাজ সেবা অফিসার আফরোজা আফরিন, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, স্কাউটস এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধিকে বলেন, দুর্যোগ থেকে বাঁচার জন্য সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই তাহলে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারব। এজন্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য ইউনিয়নে ইউনিয়নে লিফলেট ও প্রচারণা চালানো হচ্ছে, আর বিশেষ করে গৃহকর্মীদের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে তাদেরকে অবশ্য বুঝাতে হবে, আর কিভাবে মোকাবেলা করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত অবগত করতে হবে।
তাছাড়াও ছাত্র-ছাত্রীদেরকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির করতে হবে আর সহজে আগুন নেভানোর কৌশল দেখানো ও শেখানো প্রয়োজন। আর আমরা যদি সকলে সাবধানতা অবলম্বন করি তাহলে অবশ্যই দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারব।
বাবু/জেএম