বুধবার ২৩ জুলাই ২০২৫ ৮ শ্রাবণ ১৪৩২
বুধবার ২৩ জুলাই ২০২৫
বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় আফ্রিকান জাহাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৮:৪১ PM
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ৫৮৯ দশমিক ৬৪৩ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ ‘এমভি আনকা সান’। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে দক্ষিণ আফ্রিকার পতাকাবাহী জাহাজটি পণ্য নিয়ে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাশিয়ার নোভোরসিস বন্দর থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। 

শিগগিরই জাহাজের পণ্য খালাস শুরু করা হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘কনভেয়ার শিপিংয়ের’ ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু পর এটি রাশিয়া থেকে আসা তৃতীয় চালান। এই চালানে ১ হাজার ৫৮৯ দশমিক ৬৪৩ মেট্রিক টন মেশিনারি পণ্য এসেছে। 

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল থেকে সড়কপথে মেশিনারিজগুলো রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্রে পাঠানো হবে। এর আগে ১ আগস্ট তিন হাজার ৩২৮ মেট্রিক টন ও ১১ সেপ্টেম্বর ৯৭৮ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে আরও দুটি জাহাজ এই বন্দরে আসে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত