রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
জেলা পরিষদ নির্বাচন
বারহাট্টায় সদস্য প্রার্থী লুৎফুর রহমান চঞ্চলের জয়
সোহেল খান দূর্জয়, নেত্রকোণা
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৩:৪৮ PM
বারহাট্টায় জেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনার কোনো কমতি ছিলোনা । সেই নির্বাচনে সদস্য পদে বারহাট্টা থেকে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিজয়ী প্রার্থী লুৎফুর রহমান চঞ্চল পেয়েছেন ৪৮ ভোট, পরাজিত প্রার্থী আরিফুজ্জামান নয়ন ফকির পেয়েছেন ৪৬ ভোট। বিজয়ী প্রার্থী লুৎফুর রহমান চঞ্চল বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদ সদস্য আজিজুর রহমানের ছেলে।

জানা যায়,১৭ অক্টোবর সোমবার নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে লুৎফুর রহমান চঞ্চল বলেন, তিনি এ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন সকলের সহযোগিতায়। তিনি বলেন, জেলা উপজেলা ও তৃণমূলের সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। তিনি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত।

তিনি আরো বলেন, দলের একনিষ্ঠ কর্মী হয়ে দুঃসময় ও সুসময়ে সব সময় থেকে নেতৃত্ব দিয়েছি, কখনো হাল ছাড়িনি। নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতায় আমাকে মূল্যায়ন করেছে, আমি এলাকাবাসীর জন্য নিজেকে উৎসর্গ করব। সবাইকে সাথে নিয়ে কাজ করবো।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত