বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
জেলা পরিষদ নির্বাচন
গলাচিপায় সদস্য পদে মাইনুল ইসলাম রনো বিজয়ী
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৫:০৪ PM
পটুয়াখালীর গলাচিপায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে জেলা পরিষদ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্য পদপ্রার্থী মাইনুল ইসলাম রনো 'তালা' মার্কায় ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শাহীন মিয়া 'টিউবওয়েল' মার্কা পেয়েছে ৩৯ ভোট ও নিজাম উদ্দিন তালুকদার 'হাতি' মার্কায় পেয়েছে ৫ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে মো. খলিলুর রহমান 'আনারস' মার্কা ৭৮ ভোট, হাফিজুর রহমান 'কাপপিরিচ' মার্কা ০০ ভোট, ও হাফিজুর রহমান 'ঘোড়া' মার্কায় ৯২ ভোট পায়। 

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোটাররা সুশৃঙ্খলভাবে নিজেদের ভোট প্রদান করেন। 

দুপুরে কেন্দ্র পরিদর্শনে এসে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা জানায় ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সিসিটিভি ক্যামেরার আওতায় জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ দেখে তারা খুশি এবং প্রশাসন ও ইসিকে ধন্যবাদ জানান। প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ জানান, নির্বাচনে গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ১৭১ জন। 

ভোট দিয়েছে ১৭০ জন, অনুপস্থিত ১ জন। এর আগে এ উপজেলায় সংরক্ষিত নারী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দিতায় মোসা. বিলকিস জাহান নির্বাচিত হন। এদিকে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয় প্রশাসন। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. মোর্শেদ তোহা ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইণ নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী কেন্দ্রে দ্বায়িত্ব পালন করেন। 

এছাড়া ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রের আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেন।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত