সিরাজগঞ্জ জেলা পরিষদের ৭নং ওয়ার্ড শাহজাদপুর অঞ্চলে সদস্য পদে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ভিপি আব্দুর রহিম (তালা মার্কা) ৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন নয়ন (অটোরিক্সা) পেয়েছেন ৪৬ ভোট। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দুইটি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়।
এই ওয়ার্ডে ১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই কেন্দ্রে অন্যান্য প্রতিদ্বন্দ্বিরা কে.এম. নাসির উদ্দীন (ঘুড়ি) প্রতিকে ১, সেলিম আকতার (বৈদ্যুতিক পাখা) প্রতিকে ৩, মাজেদ আলী (টিউবওয়েল) প্রতিকে ৪, মিজানুর রহমান ০ এবং সাহেব আলী ০ ভোট পেয়েছেন। দুপুরে প্রিজাইডিং অফিসার ইউসুব আলী এ ফলাফল ঘোষণা করেন।
বাবু/জেএম