শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৪:৫৩ PM আপডেট: ১৮.১০.২০২২ ৪:৫৫ PM
মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা আইনে ৮ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজারের ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেরর মৌলভীবাজার জেলা কার্যালয় সুত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় মঙ্গলবার (১৮ অক্টোবর) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চৌধুরী বাজার, রবিরবাজার, আমতলা বাজারে মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌধুরী বাজারে অবস্থিত ফয়সল মিয়া ষ্টোরকে ২ হাজার টাকা, রবির বাজারে অবস্থিত বন্ধু ফার্মেসিকে ৩ হাজার টাকা, আমতলা বাজারে অবস্থিত আবুল এন্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আজকের অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। 

সহকারি পরিচালক মো. আল আমিন জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত