টাঙ্গাইলের ঘাটাইলে রুপালী ব্যাংক লি. ঘাটাইল শাখার উদ্যোগে প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ব্যাংক কার্যালয়ের সামনে এক সমাবেশের মাধ্যমে এ ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
রুপালী ব্যাংক লি. ঘাটাইল শাখার ব্যবস্থাপক মো. সেলিম হোসেনের সভাপতিত্বে ঋণদান সমাবেশে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাবেক সভাপতি নজরুল ইসলাম, ঘাটাইল ব্যবসায়ি সমিতির সহ-সভাপতি আজহারুল ইসলাম, মনসুর আলী যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, নাট্য সম্পাদক নাজমুল ইসলামসহ ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তিন প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী আ. মজিদ, নুরুজ্জামান সিদ্দিকী ও মিতু আক্তারকে ঋণ প্রদানের মাধমে প্রকাশ্যে কৃষি ও ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
বাবু/জেএম