শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বাগাতিপাড়ায় প্রতিবন্ধী কিশোরীর সাথে বিকৃত যৌনাচারের অভিযোগ
হাসান আলী সোহেল, বাগাতিপাড়া (নাটোর)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৬:৫০ PM
নাটোরের বাগাতিপাড়া মডেল থানার সামনে প্রতিবন্ধী মেয়েকে বিকৃত যৌনাচার করা আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকাল পৌনে পাঁচটায় এলাকাবাসী ও ভূমিহীন সমিতির আয়োজনে এই মানববন্ধন হয়।

এসময় বক্তব্য দেয়, মানববন্ধনের আহ্বায়ক ও সমাজকর্মী আরিফুর রহমান কনক, নিজেরা করি এনজিও এর অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম, ভূমিহীন সমিতির আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম এবং সহ-সভাপতি জালাল উদ্দীন, অবিযুক্তের ভাই রেজাউল ওরফে আলাদাদ প্রমুখ। এসময় বক্তারা ঘৃণিত এই কাজের জন্য অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এর আগে গত সোমবার বিকেলে উপজেলার মাড়িয়া হাজামপাড়া এলাকার গোলাম রসুল খোদা সরকার (৫০) নামের একজনের বিরুদ্ধে বাক ও হাত-পা প্রতিবন্ধী ১৫ বছর বয়সের এক মেয়ের সাথে বিকৃত যৌনাচার করে। পরে ওই দিন রাতেই বাগাতিপাড়া মডেল থানায় ওই ভুক্তভোগী মেয়ের বাবা নিজেই লিখত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মেয়ের বাবা পেশায় একজন ভ্যান চালক। তিনি সোমবার বিকেলে ভ্যান গাড়ি চালাতে বাড়ি থেকে চলে যাওয়ার পরে তাঁর স্ত্রীও বাড়ির পাশে থাকা মরিচ ক্ষেতে মরিচ তুলতে যান। সেই সময়ে বাড়ির উঠানে প্লাষ্টিকের হাতাওলা চেয়ারে একাই বসে ছিল ওই মেয়ে। সেই সুযোগে গোলাম রসুল যৌনকামনা চরিতার্থে প্রতিবন্ধী মেয়ের মুখের মধ্যে বিকৃত যৌনাচার করে। সেই সময় বাড়ির মধ্যে মেয়ের চাচি দেখে ফেলায় অপরাধি দৌড়ে পালিয়ে যায়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মানববন্ধনের বিষয়টি শুনেছি। গত সোমবার রাতে এব্যপারে একটি অভিযোগও হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত