ময়মনসিংহের ত্রিশালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ত্রিশাল সাংসদ আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মন্ডল, পৌর প্যানেল মেয়র মানিক সাইফুল, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন প্রমুখ।
আলোচনা শেষে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকীতে আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
বাবু/জেএম