গোপালগঞ্জ শহরের ব্যবসায়ীর বাসায় ডাকাতির মামলায় ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার আদেশে দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আমামিরা হলেন, শাওন শরীফ (২২), সোহাগ শরীফ (২৭), আশিক শেখ (২৬), রাজু মিয়া (২৬), আনিস শেখ (৩৫), ইমন খান (২৪) ও মো. সজীব কাজী (২৫)। এদের সকলের বাড়ী গোপালগঞ্জ, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায়। এর মধ্যে ইমন খান, আশিক শেখ ও মো. সজীব কাজী আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৪ আসামি পলাতক রয়েছে। এর মধ্যে শাওন শরীফ ও ইমন খানকে অতিরিক্ত ৫ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে আরো ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০২০ সালের ২৮ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে ব্যবসায়ী শেখ আব্দুল্লাহ পাভেলের বাসায় আসামিরা দরজা খোলার জন্য ডাকাডাকি করে। এক পর্যায়ে দরজা খোলা হলে আসামিরা বাসায় থাকা সদস্যদের কুপিয়ে আহত করে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে নগদ দেড় লক্ষ টাকা, ৭ ভরি স্বর্ণ ডাকাতি করে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে ডাকাত শাওন শরীফ ও ইমন খানকে আটক করে পুলিশে দেয়। পরে তাদের দেয়া তথ্যমতে পুলিশ বাকি আসামিদের গ্রেফতার করে।
এ ঘটনায় ব্যবসায়ী শেখ আব্দুল্লাহ পাভেল বাদী হয়ে ২৯ জুলাই গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩১ জানুয়ারী আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। পরে দীর্ঘ শুনানি শেষ আদালত এ রায় ঘোষণা করেন।
বাবু/জেএম