বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
রূপগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৪:৪৬ PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব বাজারে অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন প্রশাসন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট এ.এম ইশমামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

রূপগঞ্জ (ভূমি) অফিসের সার্ভেয়ার জামাল উদ্দিন জানান, উপজেলার কাঞ্চন-ডাঙ্গা সড়কে ভোলাব বাজারটি অবস্থিত। এক শ্রেণীর প্রভাবশালী কোন অনুমোতি ছাড়াই অবৈধ স্থাপনা গড়ে তোলেছেন। আর এসব অবৈধ স্থাপনায় বিভিন্ন ধরনের ব্যবসা দিয়ে ব্যবসা করে আসছেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, কাঞ্চন-ডাঙ্গা সড়কের উভয় পাশে অবৈধ স্থাপনা গড়ে তোলে দখলে নিয়েছে দখলকারীরা। এতে করে এ সড়কে প্রায় সময়ই যানজট লেগে থাকে। ভোগান্তির শিকার হয় পথচারীরা।

জেলা প্রশাসকের নির্দেশক্রমে জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট এ.এম ইশমামের নেতৃতে ভোলাব বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করা হয়। এসময় ছোট বড় সব মিলিয়ে প্রায় শতাধীক অবৈধ স্থাপনা বুলড্রেজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সরকারী জমি দখলমুক্ত করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, সার্ভেয়ার জামাল উদ্দিন, ভোলাব ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামরুল হাসানসহ ২৫ জন পুলিশ সদস্য।

এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান সার্ভেয়ার জামাল উদ্দিন।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত