সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিকশা চালকদের দুগ্রুপের দ্বন্দ্বকে কেন্দ্র করে বুধবার বিকেলে প্রতিপক্ষ কর্তৃক থ্রি-হুইল সিএনজি সঞ্চয় সমিতির কার্যালয়ে। বঙ্গবন্ধু শেখ মুজির রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও আসবাবপত্র ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে সিএনজি সঞ্চয় সমিতির উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম কালু, সিএনজি চালক মো. অপু ও মো. রেজা বলেন, সিএনজি স্ট্যান্ডের চেইন মাস্টার মোক্তার হোসেন কর্তৃক চাঁদাবাজীকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছে। দ্বন্দ্বকে কেন্দ্র করে মোক্তার হোসেনের নেতৃত্বে একদল লোক আমাদের অফিসে অতর্কিত হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ভাংচুর করে ও আমাদের মারপিট করে। এসময় আমাদের অফিসে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।
এ বিষয়ে চেইন মাস্টার মোক্তার হোসেন বলেন, আমি এ ধরনের কিছুই করিনি। আমাকে ফাঁসানোর জন্য ওরা অপপ্রচার করছে।
বাবু/জেএম