শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
নেত্রকোণায় জমে উঠেছে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
এখন অপেক্ষায় কারা হচ্ছেন সভাপতি-সম্পাদক
সোহেল খান দূর্জয়, নেত্রকোণা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৪:৫৭ PM
দীর্ঘ ১৯ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোণঅ জেলার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠেয় এই ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ওই উপজেলা আওয়ামী লীগের রাজনীতির মাঠ বেশ জমে উঠেছে। তবে, এরমধ্যে সম্ভাব্য প্রার্থীরা জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রার্থীদের কেউ আবার পছন্দের পদ বাগিয়ে নিতে নানামুখী লবিং-তদবিরের পথে হাঁটছেন।

এই উপজেলায় সভাপতি পদে আলোচনায় রয়েছেন যারা, বর্তমান আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ মাইনুল হক কাসেম,বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য খায়রুল কবির খোকন, ও প্রবীণ আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন তালুকদার প্রমুখ।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সেন্টু, বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের সদস্য কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুদ,বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসমা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম খান ছন্দু, প্রমূখ।

খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালে  বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর কেটে গেছে দীর্ঘ ১৯ বছর। ৬৭ সদস্য বিশিষ্ট ওই কমিটির ১৭ জন ইতোমধ্যে প্রয়াত হয়েছেন, একজন আমেরিকা প্রবাসী, দুইজন দল ত্যাগ করে। এই কমিটির সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ। দীর্ঘ ১৯ বছর একেই কমিটি থাকায় দলে নানা বিভক্তির দেখা দেয়। কয়েক ভাগে বিভক্ত হয়ে চলছে দলীয় কার্যক্রম। এদিকে, এক সময় বিএনপির ঘরোয়া রাজনীতির দাপুটে নেত্রকোণার এই উপজেলা এখন ক্ষমতাসীন আওয়ামী লীগের আধিপত্যের এলেও গ্রুপিং ও কোন্দলের কারণে অনেক যোগ্য নেতা এই উপজেলায় স্থান পাচ্ছেন না। বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৫ অক্টোবর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সম্মেলন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার সম্মেলন সফল করতে তৃণমূল আওয়ামী লীগের নেতাদের নিয়ে কর্মী সম্মেলন করছেন, যা একটি বিরল ঘটনা। এছাড়াও সম্মেলনকে ঘিরে উপজেলা চেয়ারম্যানের অনেক তোরণ বিভিন্ন রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে। দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সম্পাদক হিসেবে যারা আলোচনায় রয়েছেন, বর্তমান দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সাবেক দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, শাহ কুতুব উদ্দিন তালুকদার রয়েল, দুর্গাপুর পৌরসভার সাবেক আব্দুল সালাম, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মজিবুর রহমান, ওসমান গণিত তালুকদার প্রমুখ। 

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন যারা, বর্তমান দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, দুর্গাপুর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার, সাবেক ছাত্রলীগ নেতা কামাল পাশা, সাবেক জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম, কালচারাল একাডেমীর সাবেক পরিচালক স্বপন হাজং, দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা সাদ্দাম। অপরদিকে দলের নেতারা বলছেন, হাইব্রিডদের বাদ দিয়ে দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নবীন ও প্রবীণের সমন্বয়ে দুর্গাপুর উপজেলা কমিটি গঠনের দাবি তুলেছেন তারা।

এছাড়া সম্মেলনকে ঘিরে উপজেলার বিভিন্ন সড়কের দু’পাশ টানানো হচ্ছে ছবি সংবলিত বিভিন্ন ব্যানার, পোস্টার, ফেস্টুন ও নির্মাণ করা হচ্ছে তোরণ। মোড়ে মোড়ে শোভা পাচ্ছে পছন্দের প্রার্থীদের বড় বড় ছবি, ব্যানার, তোরণ। ইতিমধ্যে কেন্দ্রীয় ও দলীয় নেতা-কর্মীদের আপ্যায়ন, মঞ্চ প্রস্তুত, সঞ্চালনা ও সাউন্ড সিষ্টেমের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে নেতাদের। অপর দিকে ২৬ এবারে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে আলোচনায় রয়েছেন কলমাকান্দা- দুর্গাপুর-১ আসনের এমপি মানু মজুমদার, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক ও মনজুরুল হক তারা।

সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় রয়েছেন, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা এরশাদুর রহমান মিন্টু, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, সাবেক কলমাকান্দা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, সাবেক নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, নাজিম আহমেদ উপজেলা যুবলীগ নেতা, মিজানুর রহমান সেলিম বর্তমান উপজেলা যুবলীগ সভাপতি, শামীম আহমেদ বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়াও সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আরও একাধিক প্রার্থী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

এই তিন উপজেলা আওয়ামী লীগের কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী বলেন, অনেক দিন পর সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। আমরা আশাবাদী একটি  শক্তিশালী ও সুশৃঙ্খল কমিটি হবে। আমরা চাই দলের ত্যাগী নেতারা কমিটিতে আসুক। বিতর্কিত, বহিস্কৃত এবং উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকার বিরোধী হয়ে কাজ করেছে তাদের বাদ দিয়ে আওয়ামী পরিবারের ক্লিন ইমেজের নেতারা নেতৃত্বে আসুক। দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ জানান, আমি দীর্ঘদিন যাবৎ সততার সাথে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করে এসেছি। এখন নেতা কর্মীরা আমাকে সভাপতি হিসেবে চাইছে, তাই আমি সভাপতি প্রার্থী হয়েছি। দায়িত্বশীল কোন পদ পেলে আমি তা নিষ্ঠার সাথে পালন করবো।

কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আব্দুল খালেক জানান, আমি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে কলমাকান্দা বাসীর প্রত্যক্ষ মূল্যবান ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আমাকে মনোনীত করলে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করার জন্য কাজ করবো। অপর দিকে (২০ অক্টোবর) মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা থাকলেও তা জেলা আওয়ামী লীগ স্থগিত ঘোষণা করেছে। তবে খুব দ্রুত সময়ের ভিতরে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত