রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
হাতীবান্ধায় ব্র্যাকের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৫:৩৮ PM
লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা পরিষদের হল রুমে ব্র্যাকের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপন কুমার শাহা ব্র্যাকের জেলা ব্যাবস্থাপক (সেলপ)  আরও উপস্থিত ছিলেন আজমিন নাহার বেগম এ্যাসসিয়েট অফিসার (সেলপ) হাতীবান্ধা লালমনিরহাট। 

এসময় বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বিষয়ে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যাকের কার্যক্রম প্রশংসনীয়, তাই আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে নিয়ে সমন্বয় করে সচেতনতামূলক মিটিং করে সবাইকে কাজ করতে হবে। 

এ সময় ব্র্যাকের জেলা ব্যাবস্থাপক রিপোন কুমার শাহা বলেন ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ব্র্যাকের সদস্য নিয়ে কাজ করার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা দরকার। এসময় উপস্থিত ছিলেন ১২টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দসহ ব্র্যাকের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত