মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৬:৫০ PM
ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ কেজি গাঁজাসহ টিটু সূত্রধর (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর ব্রীজের পাশ থেকে তাকে আটক করা হয়।

সে কিশোরগঞ্জের ভৈরব থানার কমলপুর আমলা পাড়া গ্রামের মৃত পরিমল সূত্রধরের ছেলে। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সোনারামপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় টিটু সূত্র ধরের কাছে থাকা ৩টি প্লাস্টিকের বস্তায় তল্লাশী চালিয়ে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়। 

র‌্যাব ১৪ এর সিনিয়র সহকারী পরিচালক রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, আটককৃত টিটু ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রী করে আসছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনসহ আশুগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত