ব্রাহ্মণবাড়িয়ায় খালের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হচ্ছে- সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর এলাকায় ঝান্টু ঋষির ছেলে ঋতিক ঋষি (৭) ও কসবা উপজেলার অজিত ঋষির ছেলে অজন্ত ঋষি (৮)।
ঋতিক ঋষির বাবা ঝান্টু ঋষি জানান, অজন্ত কিছু দিন আগে বিয়ে উপলক্ষে আমাদের বাড়ি সুহিলপুর ইউনিয়নের কাশিনগর বেড়াতে এসেছিল। অজন্ত আমার শ্যালিকার ছেলে। আজ সকাল থেকে বাড়ির সকলে মিলে বিয়েবাড়ির ময়লা কাপড়-চোপড় পরিষ্কার করছিলেন। ঋতিক ও অজন্ত তাদের সঙ্গে আসা যাওয়া করছিল। আসা যাওয়ার কোনো এক ফাঁকে তারা কাশিনগর ব্রিজ থেকে তিতাস নদীর পাশে খালে পড়ে যায়।
পরে স্বজনরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে তিতাস নদীর পাশের খাল থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাবু/এসআর