বরগুনার আমতলীতে জালনোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। শুক্রবার (২১ অক্টোবর) রাতে জালটাকা দিয়ে মালামাল ক্রয়ের সময় ১ জনকে গ্রেপ্তার করে, পরে অভিযান চালিয়ে আরও ২ জনকে জালনোটসহ গ্রেপ্তার করে আমতলী থানা পুলিশ।
আমতলী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই জ্ঞান কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. জীবন শেখ (২০), শেখ ইমরান হোসেন (২৮), মো, রাকিব (১৯) এর দখল হইতে ১,৭০,৫০০ (এক লক্ষ সত্তর হাজার পাঁচশত) টাকার জাল নোট উদ্ধার করেন।
জানা যায়, জালনোটের কারবারীরা উপজেলার খেকুয়ানী বাজার একটি দোকানে জাল নোট দিয়ে ক্রয়-বিক্রয় করার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে থানা পুলিশ তাদের আটক করে তল্লাসী করে বেশ কিছু জাল টাকায় পায়। আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে পটুয়াখালীর একটি আবাসিক হোটেল থেকে এক লক্ষ সত্তর হাজার পাঁচশত টাকার জাল নোট উদ্ধার করেন। উল্লেখ্য গ্রেপ্তারকৃত জীবন শেখ ও ইমরানের বাড়ী বাগেরহাট জেলায় ও রাকিবের বাড়ী ঝালকাঠি জেলায়র রাজাপুর উপজেলায়।
এ ঘটনায় আমতলী থানার এসআই জ্ঞান কুমার বাদী হয়ে জালনোট কারবারীদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করেছেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোটের্র মাধ্যমে বরগুনা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
বাবু/জেএম