শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বারহাট্টায় অটোরিকশা দূর্ঘটনায় তিনজন আহত
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১১:০৬ AM

নেত্রকোনা বারহাট্টা উপজেলার থানা সংলগ্ন ব্রীজের উত্তর পাশে সোমবার সকাল ৯ টায় তিনজন যাত্রী নিয়ে ব্রীজ থেকে নামার সময় তিনজনই গুরুতর আহত হয়েছে।

বারহাট্টা উপজেলার গুমুরিয়া গ্রামের মকসুদ মিয়া (৬৫) ও তার স্ত্রী অজুফা আক্তার (৫০) গুরুতর আহত কয়েছে,অজুফা আক্তারের ২ টি দাঁত ভেঙে গেছে। মকসুদ মিয়ার বোন রাজিয়া আক্তারের (৫২) একটি হাত নাড়াতে পারছে না। তিনজনকে বারহাট্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অটো ড্রাইভারের তেমন কোন সমস্যা হয়নি, তবে তার গাড়ির আঘাতে গুমুরিয়া গ্রামের সুজাত মিয়ার মোটরসাইকেল টি ভেঙে গেছে।

প্রতিদিন এই ব্রীজের দুই পাশে কোন না কোন দূর্ঘটনা ঘটেই চলছে। রাস্তার উপর দোকানপাট ও ব্রীজের উপর- নিচে অবৈধ পার্কিং এর কারনে সাধারণ মানুষের এই ভোগান্তি।

সাধারণ মানুষের দাবি, প্রশাসনের লোকজন একদিন একটু ধমকি-ধামকি দিয়ে আর খোঁজ খবর নেয় না। ব্রীজের উপর পার্কিং এর কারনে প্রতিদিন যানজট লেগেই থাকে।

আসমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম খান চন্দু বলেন আমি বহুবার সমন্বয় কমিটির মিটিংয়ে ওসি সাহেব কে বলেছি, তিনি এই ব্রীজের যানজট নিরসনে কাজ করবে।

অফিসার ইনচার্জ লুৎফুল হক এর কাছে যানজট সম্পর্কে যানতে চাইলে তিনি বলেন যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি সরেজমিনে গিয়ে দেখবো, এবং দ্রুত ব্যবস্থা নেব।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত