রাজবাড়ী বালিয়াকান্দিতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচি সকাল ৮টা থেকে বেলা ১টা ১৫ পর্যন্ত চলে। এতে ৬০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসাদুজ্জামান রিপন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন তথ্য কমিশনের সহকারী পরিচালক হেলাল আহমেদ।
প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,সংবাদকর্মী, ইউপি সচিব বৃন্দ্র ও সুধীজন অংশগ্রহণ করেন।
-বাবু/এ.এস