শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
ডোমারে বিএনপি’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৪:২০ PM
আগামী ২৯ তারিখে রংপুরে গণসমাবেশ সফল ও বিএনপি’র মধ্যে আওয়ামী লীগের এজেন্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে নীলফামারীর ডোমারে বিএনপি’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) সকাল ১১টায় দেবীগঞ্জ রোড ডোমার পাট গোডাউন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ডোমার প্রস্তুতিমূলক সভার আয়োজন করেন।

জেলা বিএনপি’র সভাপতি আ,খ,ম আলমগীর সরকার প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন। পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাফ্ফর আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাদেক লুলু চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোসাব্বের হোসেন মানু, উপজেলা বিএনপির সহসভাপতি এ্যাড. মামুনুর রশীদ মামুন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনছুর আলী, সহ-সভাপতি শফিক হাচান শফি, শ্রমিক দলের সভাপতি মেরাজুল হক. কৃষক দলের সভাপতি আফজালুল হক চৌধুরী হিরু, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজিব, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক হাসানুল আলম রিমুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলাম,সিনিয়র যুগ্ন আহ্বায়ক মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন হৃদয়, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুল ইসলাম সজিব প্রমুখ।

বক্তারা সারাদেশে গুম, খুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বহালের দাবিতে আগামী ২৯ অক্টোবর রংপুর বিভাগীয় জনসভা সফল করার লক্ষ্যে গণসমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান। তারা আরো বলেন, সদ্য অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ডোমার উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন প্রচারণা চালায় ও পক্ষে ভোট চায় এর প্রতিবাদে জেলা ও কেন্দ্রীয় বিএনপি’র কাছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত