রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
রবিবার ১০ আগস্ট ২০২৫
হাতীবান্ধায় জাতীয় পার্টির উপজেলা দিবস পালন
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৫:৪৯ PM
জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের অনন্য সৃষ্টি উপজেলা ব্যবস্থা প্রবর্তন উপজেলা দিবস পালন করেছে জাতীয় পার্টি। 

রোববার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার কাজীর বাজারের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন দলের নেতা-কর্মীরা। এতে উপজেলা জাতীয় পার্টির কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্র সমাজের আহবায় মাইদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল। 

এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম, উপজেলা যুব সংহতির আহ্বায়ক জমসের আলী, উপজেলা জাপা'র সদস্য তৌহিদ হাসান খান মুকুল, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব মাহমুদুল হাসান হিমেলসহ আরও অনেকে। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত