রাজধানীর কেরানীগঞ্জের আটি বাজার বণিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২২ অক্টোবর) বিকেলে আটিবাজার বনিক সমিতির কার্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে আটিবাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর রশীদ। এবং বিএনজিপির যুগ্ম মহাসচিব মো. সজীব বেপারী, বনিক সমিতির সদস্য ইলিয়াস বেপারি, আহমদ মাদবর, মোহাম্মদ মোতালেব, ফাঁড়ির ইনচার্জ খাইরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আটিবাজারের বণিক সমিতির প্রতিনিধিরা বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।
বাবু/জেএম