কক্সবাজারের ঈদগাঁওে জন্ম সনদ ও বাংলাদেশি পাসপোর্টসহ আব্দু শুক্কুর বিন দিল (৪০) নামের এক রোহিঙ্গা গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
গতকাল সোমবার ঈদগাঁও উপজেলার করিম সিকদার ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার গামী মহাসড়কের উপর হইতে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আব্দু শুক্বুর বিন দিল ২০০৮ সালে নদী পথে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল। মালয়েশিয়া থেকে দেশে ফেরত আসার আগে অত্র মামলার পলাতক ও অজ্ঞাত নামা আসামীদের সহায়তায় নিজ ঠিকানা গোপন রাখিয়া ভুয়া ঠিকানা ব্যবহার করিয়া জন্ম সনদ ও পাসপোর্ট তৈরি করে। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্ট’র দিল মোহাম্মদ র ছেলে।
আব্দু শুক্রুর বিল দিল বর্তমানে অবৈধভাবে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটা এলাকায় থাকেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেয়া ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, জেলার পুলিশ সুপারের নির্দেশে এবং এডিশনাল এসপির বিশেষ সহযোগিতায় থানার একদল চৌকস পুলিশ টিম নিয়ে জন্ম সনদ ও বাংলাদেশি পাসপোর্টসহ তাকে আটক করতে সক্ষম হয়।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা আব্দু শুক্বুর বিন দিল স্বীকার করেন যে মিথ্যা পরিচয় দিয়ে তিনি দালালের মাধ্যমে জন্ম সনদ ও বাংলাদেশি পাসপোর্ট তৈরি করেন বিদেশ যাওয়ার জন্য। ওসি আব্দুল হালিম জানান, আটক আব্দু শুক্রুর বিল দিল এর মা বাবা ৬ ভাই ৩ বোন নিয়ে থাকে কুতুপালং রোহিঙ্গা রেজিষ্টার্ড ক্যাম্পে।
জন্ম সনদ ও পাসপোর্ট তৈরির পেছনে কারা জড়িত ছিলেন তার অনুসন্ধান চলছে। ঈদগাঁও থানার মামলা নং-১১ তাং-২৪/১০/২০২২ ইং ধারা-৪২০/৪৬৮/৪৭১/৩৪ পেনাল কোড রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয় বলে জানান ওসি হালিম।
-বাবু/এ.এস