বুধবার ২৩ জুলাই ২০২৫ ৮ শ্রাবণ ১৪৩২
বুধবার ২৩ জুলাই ২০২৫
আখাউড়ায় ভারতীয় কাপড়সহ আটক ৪
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৩:১২ PM
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ধরখার এলাকায় অভিযান চালিয়ে ৪ ভারতীয় নাগরিক ও একজন চোরাকারবারীসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৫শ পিস ভারতীয় অন্তর্বাস, ১২০টি থ্রি-পিস, ৪ বোতল হুইস্কি, ২ বোতল বিয়ার এবং ৪টি ভারতীয় পাসপোর্ট জব্ধ করা হয়। আটককৃতরা হলো ভারতের পশ্চিমবঙ্গের আমানত হুসাইন (৫২), আকিল আহমেদ (৪৫), মো. আদিল (২৫), মো. তৌসিফ আনসারী (২৮) এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ারা গ্রামের মো. স্বপন (৩০)।

বুধবার (২৬ অক্টোবর) সকালে র‌্যাব ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ধৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ভারত থেকে বিভিন্ন কায়দা অবলম্বন করে চোরাচালানের মাধ্যমে ভারতীয় থ্রি পিস, অন্তর্বাস, হুইস্কি ও বিয়ার জাতীয় মাদক দ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত বিদেশীপণ্য ও মাদক দ্রব্য এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করে ধৃত আসামিদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত