শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন
শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৪:৩৫ PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও পৌর  বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ ও সাধারন সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি প্রকাশ করেন জেলা বিএনপ’র দপ্তর সম্পাদক মো. তানভির মাহমুদ পলাশ।

এতে উল্লেখ করা হয় আগামী ২ বছরের জন্য শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাধারন সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সিনিয়র যুগ্ম-সম্পাদক এ্যাড. রায়হান উদ্দিন, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমিন হোসেন, নির্বাহী সদস্য প্রফেসর ড. এমএ মুহিত ও পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা,সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক হাজী আয়ুব আলী, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলাল হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুস সোবাহান, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক রওশন আলী রোশনাই, দপ্তর সম্পাদক আব্দুল মতিন, নির্বাহী সদস্য প্রফসর আবু শামীম নির্বাচিত হয়েছেন।

গত (২১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহজাদপুর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীদের সাথে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় শাহজাদপুর বিএনপিকে গতিশীল করার লক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপি ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে নির্বাচিত করা হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত