সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ফেনীতে দিনে দুপুরে ছিনতাই, গ্রেপ্তার ৪
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১২:৫১ AM আপডেট: ২৭.১০.২০২২ ১২:৫৬ AM
ফেনী শহরের খাজুরিয়া রাস্তার মাথায় আদালতপাড়ার সামনে দিনে দুপুরে মাছের আড়তের এক কর্মচারীকে তুলে নিয়ে তিন লাখ ৮৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এর আগে সোমবার এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গত সোমবার সকালে পৌর মৎস্য আড়তের কর্মচারী শাহীন টাকা জমা দিতে ব্যাংকে যাচ্ছিলেন। আড়তের সামনে থেকে সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি আদালতপাড়ার খাজুরিয়া রাস্তায় মাথা নামকস্থানে পৌঁছলে চালক গাড়িটি নষ্টের অজুহাতে দাঁড়িয়ে যান। এসময় পেছনে অন্য একটি অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা নেমে এসে শাহীনকে মুখ বেঁধে নির্জনস্থানে নিয়ে তার সঙ্গে থাকা তিন লাখ ৮৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনা জেলা পুলিশের নজরে এলে পুলিশ ছিনতাইকারীদের ধরতে মাঠে নামে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িত অটোরিকশা দুটি শনাক্ত করা হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের সালাহউদ্দিন মোড় থেকে দুই অটোরিকশা চালককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাকিব নামে মৎস্য আড়তের এক কর্মচারী ও আরজু নামে এক চা দোকানিকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ছিনতাইকাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে ১ লাখ ২৫ হাজার ৫০০ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৎস্য আড়তের মালিক বাদল বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত