ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধভাবে মজুদ করে রাখা ১৬ হাজার ৩৫০ কেজি চিনি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এই ঘটনায় চিনির মজুদদারকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। জব্দকৃত চিনি ন্যায্য মূল্যে বিক্রি করা হবে।
বুধবার পৌর শহরের মরিচ মহালের ব্যবসায়ী নুরে আলম সিদ্দিক মিয়ার গুদাম থেকে ৩২৭টি বস্তায় থাকা ঐ চিনি জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, অবৈধভাবে ৩২৭ বস্তা সাদা চিনি গুদামে মজুদ রাখা হয়েছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে চিনি জব্দ করা হয়েছে। অবৈধভাবে চিনি মজুদ করায় ব্যবসায়ী নুরে আলম সিদ্দিক মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত অবৈধ ৩২৭ বস্তা সাদা চিনি ন্যায্য মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
-বাবু/এ.এস