বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
ইঁদুরের কারনে প্রতি বছর ৫০০ কোটি টাকার ফসলের ক্ষতি
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ২:৫৩ PM

শ্রীমঙ্গলে ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্ধোধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।

উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা অজিত কুমার পাল।

সভায় জানানো হয়, ইঁদুর প্রতি বছর প্রায় ৭ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য নষ্ট করে। বাংলাদেশে ইঁদুরের আক্রমনে বছরে আমন ধানের শতকরা ৫-৭ ভাগ, গম ৪-১২ ভাগ, গোলআলু ৫-৭ ভাগ, আনারস ৬-৯ ভাগ নষ্ট করে।

এ প্রেক্ষাপটে ১৯৮৩ সাল থেকে বাংলাদেশে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ইঁদুর নিধন অভিযান শুরু করে। কৃষি বিভাগ থেকে গত ৫ বছরে ১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৩৭৬ টি ইঁদুর নিধন করেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, এ কর্মসুচির ফলে ২০২০ সালে ৮৯ হাজার ৮৭৫ মেট্রিক টন আমন ফসল ইঁদুরের আক্রমন থেকে রক্ষা পেয়েছে। 

২০২১ সালের কৃষি বিভাগের প্রকাশিত এক বুলেটিনে দেখা যায়, বাংলাদেশে প্রতি বছর ইঁদুরের কারনে গড়ে ৫০০ কোটি টাকারও বেশি ফসলের ক্ষতি হয়ে থাকে। বাংলাদেশে প্রায় ৫০-৫৪ লক্ষ লোকের এক বছরের খাবার ইঁদুরের কারনে নষ্ট নষ্ট হয়। বুলেটিনে আরো বলা হয়, ইঁদুর শুধুমাত্র গম ফসলে বছরে প্রায় ৭৭ হাজার মেট্রিক টন ক্ষতি করে যার আনুমানিক মুল্য প্রায় ১৫০ কোটি টাকা।

সভায় জানানো হয়, ইঁদুর নিধন অভিযান সফল করতে এবং অভীষ্ট লক্ষ্যে পৌছাতে কৃষকদের পাশাপাশি ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংস্হার কর্মীসহ সর্বস্তরের জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন প্রয়োজন। এর ফলে ফসল ও সম্পদ রক্ষা পাবে এবং দেশ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে সফল হবে। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত