শিক্ষক দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদের সামনে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এ সময় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং পরবর্তীতে এই দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আবু হানিফার সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খাঁন,ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মস্তোফা কামাল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (অবঃ প্রধান শিক্ষক) আব্দুল হাদী, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
সভায় বক্তারা বছরের শুরুতে নতুন বই বিতরণ, বৃত্তি, উপবৃত্তি, জাতীয় শিক্ষানীতি- শিক্ষা কারিকুলাম আধুনিকায়ন ও পরিবর্তন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তন, নতুন নতুন ভবন নির্মাণ ও সংস্কার করায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে যে শিক্ষকদের হাত ধরে এ শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে,সেই শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করে তাদেরকে সামাজিক সম্মানের পাশাপাশি আর্থিকভাবেও সম্মানিত করার জোর দাবী জানান। যেন মেধাবীরা এ মহান পেশায় আশার জন্য উদগ্রীব হয়।
-বাবু/এ.এস