বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ ৯ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন জেলা প্রশাসক মামুনুর রশীদ
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১২:৫৯ PM

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ উপ-সচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির এ আদেশ জারি করা হয়।

পদোন্নতির বিষয়টি বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বাংলাদেশ বুলেটিন কে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মামুনুর রশীদ। তিনি এ জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

মামুনুর রশীদ বলেন, আমি সবার কাছে দোয়া চাই। সবার জন্য আমি কাজ করে যাবো।

এর আগে ২০২১ সালের ৬ জানুয়ারি বুধবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে আনুষ্ঠানিকভাবে বিদায়ী জেলা প্রশাসক মো. কামাল হোসেনের কাছ থেকে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মামুনুর রশীদ৷

মো. মামুনুর রশিদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১তম ব্যাচের সদস্য।

তিনি কক্সবাজারের ২৩তম জেলা প্রশাসক। কক্সবাজার জেলা প্রশাসক পদে যোগ দেওয়ার আগে ২০১৯ সালের ২৩ জুন থেকে ২০২১ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন মো. মামুনুর রশীদ৷

প্রসঙ্গত, জেলা প্রশাসক পদটি উপ-সচিব পদ মর্যাদার। সাধারণত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়। অপর দিকে একই পদ মর্যাদার কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন থাকেন৷

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত